প্রথমে আমরা ‘লুম্পেন বুর্জোয়া’ শব্দ দুটির আক্ষরিক অর্থের প্রতি লক্ষ করব। লুম্পেন বুর্জোয়া দুই ভাষার শব্দ। লুম্পেন শব্দটি জামার্ন। বুর্জোয়া শব্দটি ফারসি। লুম্পেন বুর্জোয়া পুঁজিবাদের অভ্যুদয়েরকালে ব্যবহৃত হয় তৎকালীন মধ্যবিত্ত এবং পরে ধনিক শ্রেণি বোঝাতে। এ শব্দটি ১৯২৬ সালে অস্ট্রিয়ার...